দৃশ্যকল্প-১ : জহির সাহেব একমাত্র মেয়ের বিয়েতে বরপক্ষের দাবি অনুযায়ী দুই টাকার মধ্যে এক লক্ষ টাকা প্রদান করেন। বিয়ের এক মাস পর বাকি টাকা দিতে না পারায় মেয়েকে বাপের বাড়ি পাঠিয়ে দেন এবং বলেন পুরো টাকা যেদিন দিতে পারবে সেদিন সে স্বামীর বাড়ি যেতে পারবে।
দৃশ্যকল্প-২ : ঢাকা শহরের চারপাশে নদনদীর তীরে গড়ে উঠেছে অসংখ্য কারখানা ও ইটের ভাটা। আবার শহরের নর্দমার পানি গিয়ে মিশে নদীগুলোতে। ফলে এসব নদীর পানি কালো বর্ণ ধারণ করছে।