ঘটনা-১ : শিমুলিয়া গ্রামের যুবক সম্প্রদায় 'ধানসিঁড়ি' নামক একটি সমিতি গঠন করে। সমিতি পরিচালিত হবে, কী কী কাজ সম্পাদিত হবে, তার একটি নীতিমালা বই আকারে প্রকাশ করা হয়।
ঘটনা-২: জনাব 'খ' ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ঐ বছর সেপ্টেম্বর মাসে সংবিধান সংশোধনী বিলে তিনি ভোট প্রদান করেন। বিপক্ষে কেউ ভোট না দেওয়ায় বিলটি পাস হয় এবং তাতে যে সরকারব্যবস্থা চালু হয় তা এখন ও বিদ্যমান ।