দৃশ্যকল্প-১ : বাবা আকরামকে জানাল আগের দিনে আবহাওয়া এমন ছিল না, তখন গ্রীষ্ম ও বর্ষাকালে পর্যাপ্ত বৃষ্টি হতো এবং শীতকালে তাপমাত্রা সহনীয় মাত্রায় থাকত।
দৃশ্যকল্প-২ : ইলার খুব মন খারাপ, কারণ সংবাদপত্র পড়ে সে জানতে পারল একটি বিশেষ কারণে সার্কভুক্ত দেশ মালদ্বীপ সমুদ্রগর্ভে নিমজ্জিত হবে।
দৃশ্যকল্প-৩ : সৌম্য টিভিতে একটি সংবাদ শুনে খুব খুশি, তার পছন্দের দেশ বরফমুক্ত হবে। চাষযোগ্য জমির পরিমাপ বেড়ে যাবে, তাই দেশটির প্রচুর শ্রমশক্তির প্রয়োজন হবে।