Academy

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

লেদে লীড-স্ক্রু কেন ব্যবহার করা হয়?

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

লেদ অপারেশন

কিছুদিন আগেও গ্রামে গ্রামে এমনকি শহরে ঝুড়িতে ফেরি করে মাটির তৈরি জিনিসপত্র বিক্রি করা হতো। এখন এ দৃশ্য কালে ভদ্রেও চোখে পড়ে না। গ্রামের হাট বাজারে এখন আর দেখা যায় না আলাদা করে মাটির জিনিস বিক্রির দৃশ্য। মাটির হাঁড়িতে রান্না, মাটির শানকে খাওয়া, পানি রাখতে মাটির কলস, গ্রাম বাংলায় ধান ভিজাতে মাটির কোলার ব্যবহারও খুব একটা দেখা যায় না। সভ্যতার উৎকর্ষ ও আধুনিকতার গোঁয়ায় পাল্টে গেছে তৈজসপত্রের ধরণ। এখন ব্যবহৃত হচ্ছে নানাবিধ ধাভব পদার্থের তৈজসপত্র। দৈনন্দিন প্রয়োজনে লোহা ও অ্যালুমিনিয়ামের ব্যবহারসবচেয়ে বেশি। লোহা ও অন্যান্য মাতু দিয়ে সহজে নানাবিধ দ্রব্য সামগ্রী ও যন্ত্রপাতি তৈরি করতে অনেক মেশিনারিজ আবিষ্কার হয়েছে। এসকল আবিস্কারের মধ্যে লেদ মেশিন পুরুত্বপূর্ণ। এমনও অনেক মেশিন আছে যা শুধুমাত্র নির্দিষ্ট কোন কাজের জন্য আবিষ্কৃত হয়েছে, কিছু লেদ মেশিন দিয়ে অনেক ধরনের কাজ করা যায়। তাই আমাদের বাড়ির আশে-পাশে ছোটখাট ওয়ার্কশপ থেকে শুরু করে বড় বড় শিল্প কারখানাগুলিতে লেদ মেশিন দেখা যায়। এ অধ্যায়ে লেদ মেশিন ব্যবহার করে বিভিন্ন কাজ সম্পন্ন করার কৌশল শিখব।

Content added By
Promotion