জাভাস্ক্রিপ্ট বুলিয়ান (JS Boolean)

Web Development - জাভাস্ক্রিপ্ট (JavaScript) - জাভাস্ক্রিপ্ট কন্ট্রোল স্টেটমেন্ট (JS Control Statement) | NCTB BOOK

জাভাস্ক্রিপ্ট বুলিয়ান নিচের দুইটি ভ্যালুর যেকোন একটি প্রদর্শন করেঃ true অথবা false


বুলিয়ান ভ্যালু

প্রোগ্রামিং-এ আপনার এমন একটি ডাটা টাইপ দরকার হবে যেখানে শুধুমাত্র নিচের যেকোন একটি ভ্যালুর প্রয়োজন হবে, যেমনঃ

  • YES / NO
  • ON / OFF
  • TRUE / FALSE

এই কারনে, জাভাস্ক্রিপ্টের একটি বুলিয়ান ডাটা টাইপ আছে। এটি শুধুমাত্র true অথবা false ভ্যালু ধারণ করে।


Boolean() ফাংশন

একটি এক্সপ্রেশন সত্য কিনা যাচাই করার জন্য আপনি Boolean() ব্যবহার করতে পারেনঃ

shot

আরো সহজভাবেঃ

sh9ot

কম্প্যারিজন এবং কন্ডিশন অপারেটর

জাভাস্ক্রিপ্ট কম্প্যারিজন অধ্যায়ে কম্প্যারিজন অপারেটর সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে।

জাভাস্ক্রিপ্ট কন্ডিশন বা শর্ত পরিচ্ছেদে কন্ডিশনাল স্ট্যাটমেন্ট সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে।

উদাহরণঃ

অপারেটরবর্ণনাউদাহরণ
==equal to(সমান)if (day == "Monday")
>greater than(বড়)if (salary > 9000)
<less than(ছোট)if (age < 18)

সকল সত্যিকারের ভ্যালু হবে True

sh9ot

সত্যিকার নম্বর ছাড়া সকল কিছুর ভ্যালু হবে False

kt_satt_skill_example_id=684

kt_satt_skill_example_id=687

kt_satt_skill_example_id=690

kt_satt_skill_example_id=691

kt_satt_skill_example_id=692

kt_satt_skill_example_id=694

বুলিয়ান প্রোপার্টি এবং মেথড

true এবং false এর মত মৌলিক ভ্যালুর প্রোপার্টি এবং মেথড থাকে না(কারন তারা অবজেক্ট না)।

কিন্তু জাভাস্ক্রিপ্টে, মৌলিক ভ্যালুতে মেথড এবং প্রোপার্টি থাকে কারন যখন মেথড এবং প্রোপার্টি এক্সিকিউটিং হয় তখন জাভাস্ক্রিপ্ট মৌলিক ভ্যালুকে অবজেক্ট হিসেবে বিবেচনা করে।


সম্পূর্ণ বুলিয়ান রেফারেন্স

সম্পূর্ণ বুলিয়ান রেফারেন্সের জন্য আমাদের সম্পূর্ণ জাভাস্ক্রিপ্ট বুলিয়ান রেফারেন্স পড়ুন।

Content added By
Promotion