নগদান বইয়ের ধারণা

নবম-দশম শ্রেণি (মাধ্যমিক) - হিসাববিজ্ঞান - নগদান বই | NCTB BOOK

ব্যবসায় প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন নিয়মিত সংঘটিত হয়। লেনদেনসমূহকে আমরা নির্দিষ্ট একটি মানদণ্ডের ভিত্তিতে দুই ভাগে ভাগ করতে পারি। মানদণ্ডটি হলো নগদ অর্থ। লেনদেনের সঙ্গে নগদ অর্থের সম্পৃক্ততা থাকা এবং না থাকা। যে সকল লেনদেনের দ্বারা নগদ অর্থের প্রাপ্তি ও প্রদান ঘটে, ঐ লেনদেনসমূহকে একত্রিত করে যে বই প্রস্তুত করা হয়, তা-ই নগদান বই। নগদান বই প্রাথমিক হিসাবের বই, জাবেদার একটি অন্যতম শাখা।

  • নগদে পণ্য বিক্রয় ২০,০০০ টাকা নগদে পণ্য ক্রয় ১০,০০০ টাকা
  • নগদে আসবাবপত্র ক্রয় ৫,০০০ টাকা
  • দেনাদার হতে নগদ প্রাপ্তি ১২,০০০ টাকা
  • মালিক কর্তৃক নগদ অর্থ উত্তোলন ৩,০০০ টাকা
  • কর্মচারীদের নগদে বেতন পরিশোধ ৫,০০০ টাকা
  • বিলের অর্থ নগদে পরিশোধ ৪,০০০ টাকা

বৈশিষ্ট্য

নগদ অর্থ একটি ব্যবসায়ের চালিকাশক্তি । নগদ অর্থের যথাযথ ব্যবস্থাপনা ব্যতীত ব্যবসায় প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় ৷

 

  • নগদান বই প্রস্তুতের জন্য নির্দিষ্ট ছক অনুসরণ করা হয় । প্রাপ্তিসমূহ ডেবিট ও প্রদানসমূহ ক্রেডিট দিকে লিখা হয়।
  • নগদান বই হিসাবের প্রাথমিক বই হওয়া সত্ত্বেও তা পাকা বহির ন্যায় কাজ করে।
  • নির্দিষ্ট সময়ে বিভিন্ন উৎস হতে মোট কত নগদ অর্থের প্রাপ্তি ঘটেছে এবং বিভিন্ন খাতে মোট কত নগদ অর্থের প্রদান হয়েছে, তা নগদান বই হতে জানা সম্ভব।
  • নগদ প্রাপ্তি ও প্রদানের পার্থক্য নির্ধারণের মাধ্যমে নগদ উদ্বৃত্তের পরিমাণ জানা সম্ভব ।
  • নগদ অর্থের চুরি, আত্মসাৎ, অপচয় এবং হিসাবে লিপিবদ্ধকরণের ভুলসমূহ হওয়ার সম্ভাবনা বহুলাংশে হ্রাস পায় ৷
  • নগদ তহবিলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রক্ষা করা সম্ভব হয় ।

 

Content added || updated By
Promotion