বাংলা

শব্দার্থ ও টীকা

একাদশ- দ্বাদশ শ্রেণি - বাংলা - সাহিত্যপাঠ | NCTB BOOK


জেনারেল স্টেটমেন্ট  - সাধারণ বিবৃতি
স্পেসিফিক ক্লাসিফিকেশন -  সুনির্দিষ্ট শ্রেণিকরণ।
 “তলব কিয়া। আভি যানা হোগা -  ‘তলব করেছেন। এখনই যেতে হবে।'
‘মিসকিরিয়ান লোগ ইলেকটিরি টেরানসফার্মার তোড় দিয়া । অওর ওয়াপস যানে কা টাইম পিরিনসিপাল সাহাবকা কোঠিমে গেরেনড ফেকা। গেট তোড় গিয়া।'- ‘মিসক্রিয়েন্টরা ইলেকট্রিক ট্রান্সফরমার উড়িয়ে দিয়েছে। আবার ফিরে যাওয়ার সময় প্রিনসিপাল সাহেবের বাড়িতে গ্রেনেড ছুড়েছে। গেট ভেঙে গেছে।'
‘ক্যায়সে?’- ‘কীভাবে?’
‘উও আপ হি কহ সকতা' - ‘সেটি আপনিই বলতে পারেন।'’
মিসক্রিয়ান্ট - দুষ্কৃতকারী । বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকার ও তার সেনাবাহিনী এই শব্দটি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের হেয় প্রতিপন্ন করার জন্য ব্যবহার করেছে।
‘আব্দুস সাত্তার মিরধাকা ঘর যানে হোগা । আপ আভি আইয়ে । এক কর্নেল সাহাব পঁওছ গিয়া । সব পরফসরকো এত্তেলা দিয়া । ফওরন আইয়ে।' - ‘আবদুস সাত্তার মৃধার বাসায় যেতে হবে। আপনি এখনই আসুন। এক কর্নেল সাহেব এর মধ্যেই চলে এসেছেন। সব প্রফেসরকে ডেকেছেন। তাড়াতাড়ি আসুন।'
ওয়েলডিং ওয়ার্কশপ - ঝালাই কারখানা।
 সাবভার্সিভ অ্যাকটিভিটিজ - রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড । মুক্তিযোদ্ধাদের তৎপরতাকে পাকিস্তান সরকার ও তাদের সমর্থকরা ১৯৭১ সালে এভাবে অভিহিত করত।
ক্রাক-ডাউনের রাত -  ১৯৭১ সালের ২৫এ মার্চ দিবাগত রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ও গণহত্যা পরিচালনা করে সেই রাতের কথা বলা হয়েছে।
রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার আমাদের জেনারেল মনসুন - দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচণ্ড শীতের কবলে পড়ে হিটলারের বাহিনী রুশ বাহিনীর হাতে পর্যুদস্ত হয়েছিল। বাংলাদেশের প্রবল বর্ষায় তেমনি বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছিল হানাদার পাকিস্তানি বাহিনী। এখানে সেই বিষয়টিরই তুলনা করা হয়েছে । 

Content added By

আরও দেখুন...

Promotion