আরব বসন্ত " প্রথম কোন দেশে শুরু করে ?

Created: 2 years ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

আরব বসন্তের শুরু হয় ২০১০ সালের ১৭ ই ডিসেম্বর তিউনিসিয়ার মোহাম্মদ বোয়াজিজি নামে এক ফল বিক্রেতার পুলিশের দুর্নীতি ও দুর্ব্যবহারের প্রতিবাদে গায়ে আগুন দিয়ে আত্মাহুতির মাধ্যমে বিদ্রোহ শুরু হয়। গণবিক্ষোভের শুরু তিউনিসিয়ায়, এরপর তা মিশরে, লিবিয়া, সিরিয়া, ইয়েমেনসহ বিভিন্ন দেশে ছড়িয়ে যায়। আরব বিশ্বের এই গনঅভ্যূত্থানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ন্যাটোভুক্ত রাষ্ট্রগুলো অস্ত্র সরবরাহ করে এবং সরাসরি আঘাত হেনে ক্ষমতাসীন রাষ্ট্রনায়কদের পতন ঘটাতে সহায়ক ভূমিকা পালন করেছিল।

 

জেনে নিই 

  •  আরব বসন্তের সূতিকাগার বা উৎপত্তিস্থল হচ্ছে- তিউনিসিয়া ।
  • আরব বসন্তের শুরু হয় ২০১০ সালের ১৭ই ডিসেম্বর প্রায় দেড় লক্ষেরও বেশি মানুষ নিহত হয়।
  •  আরব বিশ্বে সর্বপ্রথম গণবিক্ষোভের শুরু হয়েছিল- মিশরে।
  • তিউনেশিয়ায় স্বৈরাচারী শাসক বেন আলীর পতনের পর ক্ষমতায় আসে ইসলামিক দল ‘ইনাহদাহ” ।
  • ২০১১ এর ১৪ জানুয়ারি তিউনিসিয়ার শাসক আবেদিন বেন আলির পতন ঘটে । 
  • ২০১১ এর ১১ ফেব্রুয়ারি মিশরের ৩০ বছরের শাসক হোসনি মুবারকের পতন ঘটে ।
  •  ২০১১ এর ২০ অক্টোবর লিবিয়ায় মুয়াম্মর আল-গাদ্দাফি নিহত হন এবং ৪২ বছরের শাসনের অবসান হয়।
Content added By
Promotion