মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত কত কি.মি.?
তৎকালীন বার্মা ভারতের স্বাধীনতার প্রায় এক বছর পর ১৯৪৮ | সালের ৪ঠা জানুয়ারি স্বাধীনতা লাভ করে। তৎকালীন বার্মার গণতান্ত্রিক সরকারের উৎখাতের পর ১৯৮৯ সালে সেখানক সামরিক সরকার বার্মার নতুন নামকরণ করে "মিয়ানমার" এবং প্রধান শহর ও তৎকালীন রাজধানী রেঙ্গুনের নতুন নামকরণ করে। "ইয়াঙ্গুন"। ১৯৮২ সালে সামরিক সরকার রোহিঙ্গা জনগোষ্ঠীর | নাগরিকত্ব বাতিল করে। ২১ অক্টোবর ২০১০ থেকে দেশটির | জাতীয় সঙ্গীত ও নতুন জাতীয় পতাকা প্রবর্তন করা হয়।
জেনে নিই