when was the Geneva Convention on prisoners of war signed?

Created: 6 years ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

জেনেভা কনভেনশন মূলত যুদ্ধাপরাধ সংক্রান্ত আন্তর্জাতিক ৪টি চুক্তি ও ৩টি প্রটোকলের সম্মনয়ে গৃহীত পদক্ষেপ। জেনেভা কনভেনশন “১৯৪৯ সালের একটি সন্ধিপত্রকে" নির্দেশ করে, যেটি সম্পাদিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিরূপ প্রতিক্রিয়া ও তার ফলাফল সরূপ। ১৯৪৯ সালে পূর্বের তিনটি কনভেনশন (১৮৬৪, ১৯০৬ ও ১৯২৯) সালে সম্পাদিত যা পরিমার্জন ও সম্প্রসারণ করা হয়। চতুর্থ কনভেনশনটি যোগ করা হয় ১৯৪৯ সালে। এটি "চারটি রেডক্রস কনভেনশন” নামেও পরিচিত।

 

১ম জেনেভা কনভেনশন

  • ১৮৬৪ সালে সম্পাদিত। 
  • প্রধান উদ্দেশ্য ছিল- যুদ্ধক্ষেত্রে আহত ও রোগাক্রান্ত সৈন্যদের অবস্থার সার্বিক উন্নতির লক্ষ্যে।

 

২য় জেনেভা কনভেনশন

  •  ১৯০৬ সালে সম্পাদিত।
  • প্রধান উদ্দেশ্য ছিল- সমুদ্রস্থ যুদ্ধক্ষেত্রে আহত, অসুস্থ এবং ধ্বংসপ্রাপ্ত জাহাজের সৈন্যদের অবস্থার সার্বিক উন্নতির লক্ষ্যে।

 

৩য় জেনেভা কনভেনশন

  • ১৯২৯ সালে সম্পাদিত। 
  • প্রধান উদ্দেশ্য ছিল- যুদ্ধবন্দিদের প্রতি আচরণ ও তাদের নিরাপত্তা এবং সুচিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে।

 

৪র্থ জেনেভা কনভেনশন

  • ১৯৪৯ সালে সম্পাদিত।
  • প্রধান উদ্দেশ্য ছিল- যুদ্ধাবস্থায় বেসামরিক জনগণকে রক্ষার জন্য ।

 

Content added by
Promotion