তালিবাবাদ কোন জেলায় অবস্থিত?

Created: 6 years ago | Updated: 1 year ago
Updated: 1 year ago
  • পূর্বনাম- জয়দেবপুর।
  • মুসলিম বীর পালোয়ান গাজীর নামানুসারে গাজীপুর নামকরণ হয়।
  • বাংলাদেশের একমাত্র মেশিন টুলস ফ্যাক্টরি- গাজীপুরে।
  • বাংলাদেশের একমাত্র টাকা ছাপানোর প্রেস সিকিউরিটি প্রিন্টিং প্রেস কোথায়- গাজীপুরে।
  • সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত প্রথম নোট- ১০ টাকার নোট।
  • বাংলাদেশে প্রথম নোট চালু হয়- ৪ মার্চ, ১৯৭২ সালে।
  • ভাওয়ালের গড়- গাজীপুরে। এখানে গজারি বৃক্ষ পাওয়া যায়।
  • বাংলাদেশের একমাত্র অস্ত্র নির্মাণ কারখানা- গাজীপুরে অবস্থিত।
  • BARI (Bangladesh, Agricultural Research Institute) জয়দেবপুর, গাজীপুর।
  • BRRI (Bangladesh Rice Research Institute) জয়দেবপুর, গাজীপুর।
  • বাংলাদেশের সবচেয়ে বড় কৃষি উদ্যান- কাশিমপুর, গাজীপুর।
  • কিশোর অপরাধ কেন্দ্র টঙ্গী, গাজীপুর।
  • দেশের প্রথম নারী কারাগার- গাজীপুরে (স্থাপিত ১৯৮২ সালে)।
  • ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (IUT)- গাজীপুর
  • আনসার একাডেমী সফিপুর, গাজীপুর। তেলবীজ গবেষণা কেন্দ্র- জয়দেবপুর, গাজীপুর।
  • উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র- জয়দেবপুর, গাজীপুর।
  • জাতীয় বিশ্ববিদ্যালয় সদর দপ্তর- গাজীপুরে।
  • মধুপুরের বনভূমিকে পত্রঝরা বন বলা হয়। মধুপুরের বনভূমি- শাল বৃক্ষের জন্য বিখ্যাত ।
  • সম্প্রতি বাংলাদেশের সর্ববৃহৎ সাফারি পার্ক “বঙ্গবন্ধু সাফারি পার্ক গাজীপুরে কালিয়াকৈরে
  • তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়- গাজীপুরের তুরাগ নদীর তীরে।
  • বিখ্যাত ব্যক্তিত্ব: বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ।
Content added by
Promotion