জসিম অন্যের অধীনে চাকরি করা পছন্দ করে না। তাই সে ঢাকার নওয়াবপুরে দুইজন কর্মচারী নিয়ে একটি বিরিয়ানির দোকান চালু করেছে। মানসম্মত খাবারের কারণে তার দোকান ভালো চলছে।
উদ্দীপকের জসিমের ব্যবসায়ে কী ধরনের সীমাবদ্ধতা রয়েছে?
i. সীমিত মূলধন
ii. বিলোপসাধন
iii. সীমিত আয়তন
নিচের কোনটি সঠিক?
পৃথিবীর প্রাচীনতম ও সহজ প্রকৃতির ব্যবসায় সংগঠন হিসেবে একমালিকানা ব্যবসায় পরিচিত । একক মালিক কম পুঁজি নিয়ে যেকোনো জায়গায় স্বাধীনভাবে নিজ সিদ্ধান্তে আইনানুগ আনুষ্ঠানিকতা ছাড়াই এ ধরনের সংগঠন গড়ে তুলতে পারে। এতে ঝুঁকির পরিমাণও অত্যন্ত কম। তাই ব্যবসা সংগঠনের ইতিহাস পর্যালোচনা করে আমরা দেখি, ব্যবসায় শুরুর প্রাথমিক পর্যায় থেকেই একমালিকানা ব্যবসায় যাত্রা শুরু করে আধুনিক প্রতিযোগিতামূলক বিশ্বেও জনপ্রিয়তার সাথে সফলভাবে টিকে আছে। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক উন্নতিতে একমালিকানা সংগঠন ব্যাপকভাবে অবদান রাখতে পারছে।
এ অধ্যায় পাঠ শেষে আমরা জানতে পারব—
সূত্র: ক্যামব্রিয়ান পাবলিকেশন্স