ক্লাসে শিক্ষক বললেন, মামুন সবচেয়ে ভালো ছাত্র এবং ভদ্র। একথা শুনে রফিক বললো, স্যার আমার মনে হয় শামীম আমাদের ক্লাসে সেরা মেধাবী। কিন্তু সে রীতিমতো স্কুলে আসে না। যদি সে নিয়মিত স্কুলে আসে তাহলে সে হবে ক্লাসে সেরা ভালো ছাত্র। এ প্রসঙ্গে মিতা বলল, মামুন অথবা শামীম আমাদের ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র।
উদ্দীপকে শিক্ষকের বক্তব্যে কোন ধরনের যুক্তিবাক্যের প্রয়োগ ঘটেছে?