শীতের এক সকালে দাদু উঠানে বসে বই পড়ছেন। সজিব এসে বলল, দাদু, কী বই পড়ছেন? দাদু বলল, স্বাস্থ্যবিজ্ঞান। সজিব এবার অনেক আগ্রহ নিয়ে বলল, স্বাস্থ্য কাকে বলে দাদু? উত্তরে দাদু বললেন, শরীর নিরোগ এবং সুস্থ থাকার নামই স্বাস্থ্য। এরপর দাদু বললেন, সুস্থ থাকার জন্য স্বাস্থ্যবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য নয়। তবে স্বাস্থ্যবিজ্ঞান পাঠে এবং নিয়মনীতি পালনে স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনা বেশি থাকে।
দাদুর মতে সুস্থ থাকার প্রয়োজন-
i. সুস্বাস্থ্যের নিয়মনীতি পালন
ii. চিন্তামুক্ত জীবন
iii. স্বাস্থ্যবিজ্ঞান পাঠ
নিচের কোনটি সঠিক?