মিমিয়া তার বাগানের দুই পাশে লাল ও সাদা রঙের ফুলের গাছ লাগাল সে জানে, সাধারণত লাল রঙের ফুল গন্থহীন। তখন সে বলল, 'সকল লাল ফুলই গন্ধহীন, ডালিয়া লাল রঙের, সুতরাং ডালিয়াও গন্ধহীন।' কিন্তু সাদা রঙের ফুল সম্পর্কে তার কোনো ধারণা নেই। তাই সে একটি দুটি করে কয়েকটি সাদা ফুল পরখ করে দেখল যেগুলো গন্ধযুক্ত। তাই সে বলল, 'সকল সাদা ফুলই গন্ধযুক্ত'
উদ্দীপকে মিমিয়ার লাল ফুল সম্পর্কে ধারণা কোন অনুমানের অতর্ভুক্ত?