'ক' সরকারি কলেজের ছাত্ররা একদিন তাদের জন্য পরিবেশন করা খাবার খেয়ে অধিকাংশ ছাত্রই পেটের পীড়ায় আক্রান্ত হয়। কলেজ কর্তৃপক্ষ সকলের জন্য চিকিৎসার ব্যবস্থা করে এবং ছাত্রদের আক্রান্ত হওয়ার কারণ অনুসন্ধান করে এবং একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির সদস্যরা অনুসন্ধান চালিয়ে দেখেন ঐ দিন ছাত্ররা বিভিন্ন প্রকোপের খাবার খেয়েছে, তবে তারা সকলে বিশেষ এক প্রকার মাছ খেয়েছে এবং ঐ মাছে এমন এক প্রকার রাসায়নিক পদার্থ মিশ্রিত আছে, যা মানুষের পেটের পীড়া তৈরি করে। এরপর তদন্ত কমিটির সদস্যরা ঐ 'মাছ খাওয়াই পেটের পীড়ার কারণ' বলে সিদ্ধান্ত নেয়।
উদ্দীপকে তদন্ত কমিটি যে প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণ করে তার মাধ্যমে কোন প্রকার পরীক্ষণ পদ্ধতির পরিচয় পাওয়া যায়?