আফজাল সাহেব শ্রেণিকক্ষে পবিত্র কুরআন সংরক্ষণের ইতিহাস পড়ানোর সময় বললেন, 'হযরত উসমান (রা.)-এর শাসনামলে কুরআন সংকলনের পর পবিত্র কুরআনের কিছু অশুদ্ধ পান্ডুলিপি সাহাবাদের ঐক্যমত্যের ভিত্তিতে পুড়িয়ে ফেলা হয়। তা শুনে বুবেল বলল- "এভাবে কুরআনের অংশবিশেষ পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া ঠিক হয় নাই।"
উদ্দীপকে সাহাবাদের ঐকমত্যে কুরআনের অংশ পোড়ানো কোন প্রকারের ইজমা?