তথ্যের আলোকে প্রশ্নের উত্তর দাও

জামালের বেতন বাড়ায় তার মাসিক খরচও বেড়ে গেল। তিনি তার খরচের গড় মান নির্ণয় করে দেখলেন বেতন বাড়ায় তার গড় খরচ বেড়ে যাচ্ছে। তার খরচের নির্ভরাঙ্কের মান 0.5।

জামাল কোনটি ব্যবহার করে গড় ব্যয় হিসাব করলেন?

Created: 2 months ago | Updated: 2 months ago
Updated: 2 months ago

পরিসংখ্যান কাকে বলে: পরিসংখ্যান বলতে  বোঝায় কোন তথ্য, ঘটনা, বিষয়ের সংখ্যা এবং গণনাবাচক পরিমাপকে। অন্যভাবে বলা যায়, পরিসংখ্যান হলো সংখ্যাভিত্তিক তথ্য-উপাত্ত  সংগ্রহ করা, সংগঠিত করা,  বিশ্লেষণ করা, সিদ্ধান্ত গ্রহণ করা এবং ব্যাখ্যা দানের বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে পরিসংখ্যান।

পরিসংখ্যান কাকে বলে: সংখাত্মক তথ্য  বা সংখ্যা নিয়ে গবেষণার বিজ্ঞান কে পরিসংখ্যান বলে ।

Promotion