SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী - শ্রীলংকা
  • রাষ্ট্রীয় নামঃ The Democratic Socialist Republic of Sri Lanka
  • রাজধানীঃ শ্রী জয়াবর্ধনে কোটে
  • ভাষাঃ সিংহলী, তামিল
  • মুদ্রাঃ রুপি

জেনে নিই

  • শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে ১৯৪৮ সালে ব্রিটেনের নিকট থেকে।
  • শ্রীলঙ্কার পূর্বনাম সিংহল বা সিলন। সিংহলের নাম পরিবর্তন করে শ্রীলংকা করা হয় ১৯৭২ সালে।
  • শ্রীলঙ্কা জনক ডন স্টিফেন সেনানায়েকে। স্বাধীনতা দিবস ৪ ফেব্রুয়ারী।
  • শ্রীলঙ্কা দেওলিয়া ঘোষিত হয় - ১২ এপ্রিল, ২০২২ সালে ।
  • শ্রীলঙ্কা প্রাচীন রাজধানী— অনুরাধাপুর।
  • সকল ধর্মের পবিত্র স্থান- এডামস পিক ।
  • শ্রীলঙ্কা প্রেসিডেন্টের মেয়াদ কাল ৬ বছর।
  • শ্রীলঙ্কার প্রধান সম্পদ মুক্তা।
  • শ্রীলঙ্কার রত্নাপুরকে বলা হয়- রত্নের শহর।
  • ভারত- শ্রীলঙ্কার সীমারেখা পক প্রণালী নির্ধারিত হয়- ১৯৭৪ সালে।
  • elephant pass ভূ-রাজনৈতিক গুরত্বপূর্ণ স্থান- শ্রীলঙ্কার ।
  • বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী- শ্রীমাভো বন্দনায়েকে (১৯৬০ শ্রীলঙ্কা)।
  • শ্রীলঙ্কার উত্তর- পূর্বাঞ্চলে একটি স্বাধীন আবাস ভূমির জন্য সংগ্রামে লিপ্ত ছিল LTTE
  • (LTTE - Libaration Tigers Of Tamil Eelam): তামিল টাইগারদের রাজধানী ছিল- জাফনা ।
  • শ্রীলঙ্কার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন- সালোমন বান্দরনায়কে (১৯৫৬-১৯৫৯
  • শ্রীলঙ্কায় গৃহযুদ্ধে শুরু হয় ১৯৮৩ সালে। এশিয়ার সংবিধানিক বৌদ্ধ রাষ্ট্র শ্রীলঙ্কা।
  • শ্রীলঙ্কার প্রেসিডেন্টর সরকারী বাসভবনের নাম টেম্বল ট্রি।
  • মুসলিম অধ্যুষিত মান্নার দ্বীপ শ্রীলঙ্কায় অবস্থিত। ক্যান্ডি শ্রীলঙ্কার সাংস্কৃতিক রাজধানী।
  • শ্রীলঙ্কার বৌদ্ধদের তীর্থস্থানের নাম- অনুরাধাপুর ও ক্যান্ডি ।
  • LITE শ্রীলঙ্কায় চরমপন্থী তামিলদের একটি সংগঠন।
  • এল.টি.টি.ই প্রতিষ্টিত হয় ১৯৭৮ সালে। এল.টি.টি.ই প্রতিষ্ঠাতা- ভিলুপিল্লাই প্রভাকরণ।
  • এলটিটিই ও শ্রীলঙ্কা সরকারের মধ্যে মধ্যস্থতা চুক্তিতে সহায়তা করেছে- নরওয়ে।

Content added By
চন্দ্রিকা কুমারাতুঙ্গা
মাহিন্দ্রা রাজাপাকশে
রত্নসিরি বিক্রমানায়েক
শ্রীমাভাে বন্দরনায়েক
সনৎ সিলভা
মাইধ্রিপালা সিরিসেনা
রণীল বিক্রমসিংহে
মাহিন্দ্র রাজা পাকসে
রনিল বন্দরনায়েক

Promotion

Promotion
Content for the offcanvas goes here. You can place just about any Bootstrap component or custom elements here.