মধ্যস্থ ব্যবসায়ীদের হাত হতে রক্ষা পাওয়ার জন্য ২০১০ সালে আনন্দপুরের তাঁতশিল্পীরা একটি সমবায় সমিতি গঠন করে। ২০১২ সাল পর্যন্ত তাদের অর্জিত মুনাফার পরিমাণ ছিল নিম্নরূপ :
বছর: | ২০১০ | ২০১১ | ২০১২ |
মুনাফা: | ৩০,০০০ | ৩৫,০০০ | ৪০,০০০ |
তারা বিধিবদ্ধ ন্যূনতম হারে সঞ্চিত তহবিল সংরক্ষণ করে ২০,০০০ টাকার একটি নতুন তাঁতকল ক্রয়ের জন্য চিন্তা করছে।
উদ্দীপক অনুসারে ২০,০০০ টাকা দিয়ে একটি নতুন তাঁতকল কেনার জন্য সঞ্চিতি তহবিলের টাকা যথেষ্ট হবে না অর্থাৎ উদ্দীপকের সিদ্ধান্তটি বাস্তবায়ন সম্ভব নয়।
সমবায় সমিতির অর্জিত মুনাফার সবটুকু সদস্যদের মধ্যে বণ্টিত হয় না। বাধ্যতামূলকভাবে এর ন্যূনতম ১৫% সংরক্ষিত তহবিলে সংরক্ষণ করতে হয়।
বিগত তিন বছরে তাদের মুনাফার টাকা থেকে ১৫% হারে সঞ্চিতি তহবিলের পরিমাণ হবে নিম্নরূপ:
সাল | মুনাফার পরিমাণ | শতকরা হার | সঞ্চিতি তহবিল |
২০১০ | ৩০,০০০ | ১৫% | ৪,৫০০ |
২০১১ | ৩৫,০০০ | ১৫% | ৫,২৫০ |
২০১২ | ৪০,০০০ | ১৫% | ৬,০০০ |
মোট = ১৫,৭৫০ |
সুতরাং দেখা যাচ্ছে, তাদের সঞ্চিতি তহবিলে জমার পরিমাণ ১৫,৭৫০ টাকা। কিন্তু তারা যে নতুন তাঁতকল কিনবে তার দাম ২০,০০০ টাকা। এখন তারা যদি ২০,০০০ টাকা দিয়ে নতুন তাঁতকল কিনতে চায় তাহলে তাদেরকে সঞ্চিতি তহবিলের পাশাপাশি অন্যান্য উৎস থেকেও অর্থের সংস্থান করতে হবে। তাই বলা যায়, তহবিলের টাকায় তারা নতুন তাঁতকল ক্রয় করতে পারবে না অর্থাৎ, উদ্দীপকের সিদ্ধান্তটি বাস্তবায়ন সম্ভব নয়।