রফিক পেশায় একজন রিকসা ভ্যানচালক। স্বল্প আয়ের লোক বিধায় সংসার চালাতে মহাজনের নিকট হতে ঋণ নিতে হয়। অবস্থার উন্নয়নের লক্ষ্যে কয়েকজন বন্ধু মিলে ভ্যানচালক সমবায় সমিতি গঠন করেন। তাঁরা দৈনিকভিত্তিক চাঁদা দিয়ে সঞ্চয় জমা করেন এবং জমাকৃত টাকা ব্যবসায়িক কাজে লাগিয়ে আর্থিকভাবে লাভবান হন। সমিতি অল্পদিনে ৩৫টি ভ্যান গাড়ি নিজস্ব অর্থায়নে ক্রয় করে। সমিতির সদস্যসংখ্যা এখন ৮৩ জন।
ভোক্তাগণ ক্রয় সুবিধা প্রাপ্তির লক্ষ্যে নিজেদের প্রচেষ্টা ও সহযোগিতায় কোনো সমবায় সমিতি গঠনপূর্বক সমবায় বিপণি স্থাপন ও পরিচালনা করলে তাকে ভোক্তা সমবায় সমিতি বলে।
ভোক্তা সমবায় সমিতির মাধ্যমে ভোক্তারা একটি সমবায় বিপণি স্থাপন করে তা পরিচালনা করে। এ ধরনের সমবায় সমিতির সদস্যরা ন্যায্যমূল্যে উন্নতমানের পণ্যসামগ্রী সংগ্রহ করতে পারে এবং এ বিপণি হতে অর্জিত মুনাফা ভোগ করতে পারে। তাছাড়া এরূপ বিপণি হতে সমবায় সদস্য ছাড়া অন্যরা ও পণ্য ক্রয় করতে পারে।