রফিক পেশায় একজন রিকসা ভ্যানচালক। স্বল্প আয়ের লোক বিধায় সংসার চালাতে মহাজনের নিকট হতে ঋণ নিতে হয়। অবস্থার উন্নয়নের লক্ষ্যে কয়েকজন বন্ধু মিলে ভ্যানচালক সমবায় সমিতি গঠন করেন। তাঁরা দৈনিকভিত্তিক চাঁদা দিয়ে সঞ্চয় জমা করেন এবং জমাকৃত টাকা ব্যবসায়িক কাজে লাগিয়ে আর্থিকভাবে লাভবান হন। সমিতি অল্পদিনে ৩৫টি ভ্যান গাড়ি নিজস্ব অর্থায়নে ক্রয় করে। সমিতির সদস্যসংখ্যা এখন ৮৩ জন।
উদ্দীপকে বর্ণিত সমবায় সমিতি সদস্যদের প্রকৃতি বিচারে শ্রমজীবী সমবায় সমিতি।
একই রকম শ্রমে নিয়োজিত শ্রমিকগণ একত্রিত হয়ে নিজেদের শ্রমস্বার্থ রক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সম্মিলিতভাবে যে সমবায় সমিতি গড়ে তোলে তাকে শ্রমজীবী সমবায় সমিতি বলে।
উদ্দীপকের রফিক পেশায় একজন রিকসা ভ্যানচালক। ম্বল আয়ের লোক বিধায় সংসার চালাতে মহাজনের নিকট হতে ঋণ নিতে হয়। এ অবস্থায় উন্নয়নের লক্ষ্যে কয়েকজন বন্ধু মিলে ভ্যানচালক সমবায় সমিতি গড়ে তোলেন। এর মাধ্যমে তারা তাদের আর্থিক সমস্যা কাটিয়ে ভাগ্যের পরিবর্তন করতে পারবে। রিকসা ভ্যানচালকরাও যেহেতু শ্রমজীবী। তাই তাদের আর্থিক সমস্যা মোকাবিলায় তারা যে সমবায় সমিতি গঠন করে তা শ্রমজীবী সমবায় সমিতি। সুতরাং, উদ্দীপকে বর্ণিত সমবায় সমিতিটি শ্রমজীবী সমবায় সমিতি।