Academy

ঢাকার মিরপুর এলাকায় 'মেঘনা সমবায় সমিতি' ও 'আশার আলো' নামে দুটি সমবায় সমিতি রয়েছে। মেঘনা সমবায় সমিতির সদস্যরা তাদের তৈরি করা খেলনা-সামগ্রী একত্র করে ন্যায্যমূল্যে বিক্রি করে। এতে অত্র এলাকার মানুষের উপার্জন বৃদ্ধি পেয়েছে। অপরদিকে, আশার আলো সমবায় সমিতির সদস্যরা তাদের প্রয়োজনীয় ভোগ্যপণ্য সরাসরি কোম্পানি থেকে কিনে এনে নিজেরা ভাগ করে নেয়।

আচরণে অনুমিত অংশীদার বলতে কী বোঝায়? (অনুধাবন)

Created: 3 months ago | Updated: 3 months ago
Updated: 3 months ago

যদি কোনো ব্যক্তি ব্যবসায়ের অংশীদার না হয়েও কথা-বার্তা ও আচরণের দ্বারা নিজেকে অংশীদার হিসেবে পরিচয় দেয় তবে তাকে আচরণে অনুমিত অংশীদার বলে।

অনুমিত অংশীদার জেনেশুনে ব্যবসায় তার স্বার্থেই ব্যক্তির পরিচয়কে মেনে নেয় এবং অস্বীকার করে না। এরূপ পরিস্থিতিতে ঐ ব্যক্তিকে আচরণে অনুমিত অংশীদার বলা হয়। কার্যত এরূপ ব্যক্তি ব্যবসায়ের কোনো অংশীদার নয়। যদি কেউ এরূপ বলার বা লেখার কারণে তার অংশীদারিত্বের ওপর নির্ভর করে ব্যবসায়কে ঋণ দেয় বা চুক্তি করে তবে সেজন্য ঐ ব্যক্তির দায় জন্মে।

3 months ago

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা

Please, contribute to add content.
Content
Promotion