ঢাকার মিরপুর এলাকায় 'মেঘনা সমবায় সমিতি' ও 'আশার আলো' নামে দুটি সমবায় সমিতি রয়েছে। মেঘনা সমবায় সমিতির সদস্যরা তাদের তৈরি করা খেলনা-সামগ্রী একত্র করে ন্যায্যমূল্যে বিক্রি করে। এতে অত্র এলাকার মানুষের উপার্জন বৃদ্ধি পেয়েছে। অপরদিকে, আশার আলো সমবায় সমিতির সদস্যরা তাদের প্রয়োজনীয় ভোগ্যপণ্য সরাসরি কোম্পানি থেকে কিনে এনে নিজেরা ভাগ করে নেয়।
উদ্দীপকে বর্ণিত 'আশার আলো' সমবায় সমিতিটির ধরন হলো ভোক্তা সমবায় সমিতি।
ভোক্তাগণ ক্রয় সুবিধা প্রাপ্তির লক্ষ্যে নিজেদের প্রচেষ্টা ও সহযোগিতায় কোনো সমবায় সমিতি গঠনপূর্বক সমবায় বিপণি স্থাপন ও পরিচালনা করলে তাকে ভোক্তা সমবায় সমিতি বলে।
উদ্দীপকের আশার আলো সমবায় সমিতির সদস্যরা তাদের প্রয়োজনীয় ভোগ্যপণ্য সরাসরি কোম্পানি থেকে কিনে এনে নিজেরা ভাগ করে নেয়। উক্ত সমবায় সমিতির ভোক্তাগণ ন্যায্যমূল্যে ক্রয় সুবিধা প্রাপ্তির লক্ষ্যে নিজেদের প্রচেষ্টায় সমবায় সমিতিটি গঠন করে। আর যেহেতু স্বল্পমূল্যে ও সহজে ক্রয় সুবিধা প্রাপ্তিই আশার আলো সমিতির ভোক্তাগণের লক্ষ্য। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত 'আশার আলো' সমবায় সমিতিটির ধরন হলো ভোক্তা সমবায় সমিতি।