মুন গার্মেন্টস এর শ্রমিকেরা তাদের নিজেদের কল্যাণার্থে কারখানা গেইটের সামনে একটি দোকান স্থাপন করে। এ দোকানের মালিক তারা এবং ক্রেতাও তারা তাদের নিজেদের মধ্য থেকে নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ব্যবসায়টি চালায়। প্রতি তিন বছর অন্তর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয়। বিনিয়োগ যাই হোক না কেন প্রত্যেকের অংশগ্রহণ থাকে সমান। তারা তাদের সংগঠন থেকে বিবিধ সহায়তা পেয়ে থাকে।
উদ্দীপকের সমবায় সংগঠন থেকে শ্রমিকেরা ন্যায্যমূল্যে উন্নতমানের পণ্যসামগ্রী ক্রয়ের সুবিধা ও দোকানের অর্জিত লভ্যাংশসহ আর্থসামাজিক উন্নয়নে বহুবিধ সুবিধা পাচ্ছে বলে আমি মনে করি।
ভোক্তাগণ ক্রয় সুবিধা প্রাপ্তির লক্ষ্যে নিজেদের প্রচেষ্টা ও সহযোগিতায় কোনো সমবায় সমিতি গঠনপূর্বক বিপণি স্থাপন ও পরিচালনা করলে তাকে ভোক্তা সমবায় সমিতি বলে। এতে একদিকে তেমনি ন্যায্যমূল্যে উন্নতমানের সামগ্রী সংগ্রহ করা যায় অন্যদিকে এ বিপণি হতে অর্জিত মুনাফাও তারা ভোগ করতে পারে। এ ধরনের সমিতিতে সদস্য ক্রেতাদের বার্ষিক ক্রয়কৃত পণ্যের মূল্য অনুসারে মুনাফা বষ্টিত হয়।
উদ্দীপকের মুন গার্মেন্টস এর শ্রমিকেরা তাদের নিজিদের কল্যাণার্থে কারখানা গেইটের সামনে একটি দোকান স্থাপন করে। এ দোকানের মালিক তারা এবং ক্রেতাও তারা। তারা তাদের সংগঠন থেকে ন্যায্যমূল্যে উন্নতমানের পণ্যসামগ্রী ক্রয়ের সুযোগ পাচ্ছে। তাছাড়া উত্ত ক্রয়কৃত পণ্য থেকে মধ্যস্বত্বভোগীরা কোনো সুবিধা নিতে না পারায় তাদের দোকানের লাভের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে যা তাদের মধ্যে বষ্টিত হয়। এছাড়াও উক্ত সমিতির দোকান থেকে পণ্য ক্রয় করায় তাদের ব্যয় তুলনামূলক হ্রাস পাচ্ছে। ফলে তাদের আর্থ-সামাজিক কল্যাণ সাধিত হচ্ছে।
সুতরাং উদ্দীপকের সমবায় সংগঠন থেকে শ্রমিকেরা ন্যায্যমূল্যে উন্নতমানের পণ্যসামগ্রী ক্রয়ের সুবিধা ও দোকানের অর্জিত লভ্যাংশসহ আর্থসামাজিক উন্নয়নে বহুবিধ সুবিধা পাচ্ছে বলে আমি মনে করি।