SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

Blog

প্রেজেন্টেশন পোস্ট ০৬

প্রেজেন্টেশন পোস্ট ০৬

🔰

টপিকঃনিজের ভাষায় লেখার গুরুত্ব (মানে মুখস্ত না করে বানিয়ে লেখা)।

🌱

নিজের ভাষায় লেখা।

নিজের ভাষায় লেখা বলতে আমরা কি বুঝি? নিজের ভাষায় বলতে অন্য কারোর লেখা কপি করে না। নিজের মনের ভাব প্রকাশ করতে একমাত্র নিজের ভাষায়। এটা কোনা মুখস্থ করে কোনো লেখা না। নিজের মতো করে লেখা। আমরা অনেক সময় নিজের ভাষায় নিজের মনমতো কথা বানিয়ে লিখতে পারি না।

🌱

সব সময় মুখস্থ করে সব জায়গায় সব কাজ করা যায় না। তাই নিজের ভাষায় লেখার অনেক গুরুত্ব রয়েছে। রাজিব আহমেদ স্যার এই কথা ১০ মিনিট রাইটিং পোস্টেও বলেছেন। আমরা ছোট থেকে অনেক পড়া মুখস্থ করেছি। কেউ বলতে পারবে না সব পড়া এখনো মনে আছে। আসলে মনে থাকার কথা না। আমাদের ব্রেন পুরানো তথ্য ডিলিট করে নতুন তথ্য গ্রহণ করতে প্রছন্দ করে।

🌱

তাই নিয়মিত ১০ মিনিট রাইটিং পোস্ট প্র্যাকটিস করার মাধ্যমে নিজের মতো করে বানিয়ে লেখার অভ্যাস তৈরি করতে হবে। নিয়মিত একই কাজ করতে পারলে একটা সময় পর আমরা এই বিষয়ে দক্ষ হেয়ে উঠবো।

🍁

মোঃ আলী মোস্তফা

নারায়নগঞ্জ

2 896