Blog

জীবনে খুবই কম সংখ্যক মানুষ থাকুক কিন্তু প্রিয় থাকুক

আমাদের জীবনটা অনেকটা যন্ত্রচালিত বাহনগুলোর মতো। জন্মানোর পর থেকে প্রত্যেকেই একরকম সফরে বেরিয়ে পড়েছি। কত মানুষ, কত স্মৃতি, কত মুহুর্ত এক এক করে সঙ্গী হয়েছে আমাদের। কিছু মানুষ নেমে গেছে নিজেদের গন্তব্যস্থলে কেউ কেউ রয়ে গেছে সফর সঙ্গী হিসেবে৷ তবে এই নিত্যকার দৌড়াদৌড়ির মাঝেই আমরা সবাই কোথাও না কোথাও একাধিকবার থামি। ফিরে তাকাই পিছনে ফেলে আসা মুহুর্তগুলোর দিকে। যা কিছু পুরনো কিংবা অতীত তা আমাদের জীবনে ঠিক কতটা মূল্যবান ছিল সে সবের হিসেব কষতে বসি সেই অবসর সময়ে। এ তো অঙ্কের হিসেব নয় যে সব সময় মিলবেই। এমন অনেক সময় আসে যখন গড়মিলও থাকে প্রচুর... তবে এসবের জন্য সফর থেমে থাকে না। খানিক বিরতির পর আবার বেরিয়ে পড়তে হয় রাস্তায়। আমাদের জন্য অপেক্ষা করে থাকে নতুন কিছু মানুষ। নতুন মুহুর্ত সাজতে থাকে নিজের মতো করে আর আমাদের অভিজ্ঞতার ঝুলি ভারী হয় খানিকটা। তারপর একটা সময় আসে যখন জীবনের জ্বালানি তলানিতে ঠেকে। আমরা কিন্তু সবাই জানি এক সময় সবাই থামবে, সঙ্গে থাকবে না কেউই... শুধু এক্কেবারে অন্তিম প্রান্তে দাঁড়িয়ে যেন কোনো আক্ষেপ না থাকে কারোর। এই জীবন সফরের প্রত্যেকটা সেকেন্ড উপভোগ করার মধ্যে যে আনন্দ আছে, সেই আনন্দগুলোই হত্যা করতে থাকে শেষলগ্নের সমস্ত আক্ষেপকে। জীবন সত্যিই সুন্দর। উপভোগ করুন। হাসতে থাকুন এবং অবশ্যই হাসাতে থাকুন। 💜💜

1 489
জীবনে খুবই কম সংখ্যক মানুষ থাকুক কিন্তু প্রিয় থাকুক।
Author’s Profile