আব্রাহাম লিংকন

সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী - আব্রাহাম লিংকন
  • ১৮৬৩ সালে Emancipation Proclamation ঘোষণা করেন 
  • ক্রীতদাস প্রথা বিলোপ করেন।
  • তাঁর সময়ে আমেরিকার গৃহযুদ্ধ (১৮৬১-১৮৬৩) হয়। ১৮৬৫ সালে আততায়ীর গুলিতে মারা যায়।
  •  তিনি 'গ্রিনব্যাক নামে এক ধরনের কাগজের মুদ্রা চালু করেন। ১৮৬৩ সালে তিনি দুই মিনিট স্থায়ী বিখ্যাত গেটিসবার্গ ভাষণ দেন।
  •  তাঁর দুটি বিখ্যাত উক্তি-

১. বুলেটের চেয়ে ব্যালট শক্তিশালী।

২. Democracy is a government of the people by the people and for the people.

 

Content added By
Promotion