আমেরিকার সংবিধান, পার্লামেন্ট ও নির্বাচন

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী | | NCTB BOOK
20

আমেরিকার সংবিধান

  • সংবিধান গৃহীত হয় ১৭৮৭ সালের ফিলাডেলফিয়ায় ।
  • নাগরিক অধিকার সম্পর্কিত প্রথম ১০ সংশোধনীকে বলা হয় বিল অব রাইটস'।
  • 'বিল অব রাইটস' মার্কিন সংবিধানে অন্তর্ভূক্ত হয় ১৭৯২ সালে
  • বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম সংবিধান মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান।
  • মার্কিন সংবিধানের অনুচ্ছেদ সংখ্যা- ৭টি।
  • আমেরিকায় নারীর ভোটাধিকার স্বীকৃত হয় ১৯২০ সালে।
  • মার্কিন সংবিধানের সর্বপ্রথম স্বাক্ষর করেন জর্জ ওয়াশিংটন।
  • যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নাম- কংগ্রেস (দ্বিকক্ষবিশিষ্ট), ভবনের নাম ক্যাপিটাল হিল ।
  • প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য ইলেক্টোরাল ভোটের প্রয়োজন ২৭০টি।
  • সবচেয়ে বেশি ইলেক্টোরাল ভোট (৫৫টি) রয়েছে- ক্যালিফোর্নিয়া (জনসংখ্যায় বৃহত্তম)।

 

পার্লামেন্ট ও নির্বাচন

  • যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নাম- কংগ্রেস (দ্বিকক্ষবিশিষ্ট)
  • মোট আসন সংখ্যা ৫৩৮ টি 

কংগ্রেস 

আসন সংখ্যা 

উচ্চ কক্ষ (সিনেট)

১০০টি

নিম্ন কক্ষ (হাউজ অব রিপ্রেজেন্টেটিভ)

৪৩৫ টি 

সংরক্ষিত আসন

৩ টি 

  • প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন- ২৭০ টি ইলেক্টোরাল ভোট
  • যুক্তরাষ্ট্রের নির্বাচনে বৈষম্য বিষয়ক একটি তত্ত্ব- ব্রাডলি ইফেক্ট। 
  • প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি যাকে ভাইস প্রেসিডেন্ট বানাবেন তাকে বলা হয়- রানিং মেট।

 

Content added || updated By
Promotion