এই শিখনফল অর্জনের মাধ্যমে আমরা ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, নিরাপত্তা ও সুরক্ষা পোশাক এবং কার এয়ার- কন্ডিশনিং এর ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলোর সংযোগ স্থাপন ও টেষ্ট করার জন্য বিশেষ টুলস ও ইকুইপমেন্টস সম্পর্কে জানব।
বৰ্তমান ডিজিটাল যুগে আমরা সবাই স্বাস্থ্য ও নিরাপত্তা সম্পর্কে অত্যন্ত সচেতন। শিল্পায়নের এই যুগে, কর্মক্ষেত্রে জড়িত শ্রমিকরা প্রতিদিন বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হয়ে থাকে। তাদের সবসময় অসুস্থ, আহত, বিকলাঙ্গ এমনকি মৃত্যুর আশঙ্কা থাকে। ২০১৪ সালের আই.এল.ও (ILO) এর হিসাব মতে বছরে ২ কোটি ৩০ লক্ষ দুর্ঘটনায় মৃত্যুর মধ্যে ২০ লক্ষ মারা গেছেন কর্মক্ষেত্র সম্পর্কিত কারণে। এর বিরাট প্রভা পড়েছে বিভিন্ন সেক্টরে একদিকে যেমন অনেক জীবন অকালে ঝরে গেছে, অন্যদিকে তেমন দক্ষ শ্রমিক করে গেছে, এটা অন্যান্য শ্রমিকদের মনোবলকে প্রভাবিত করেছে। কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তার ঝুঁকি মানবিক, সামাজিক ও অর্থনৈতিক মূল্যবোধকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। বিশেষ করে আমাদের দেশের মতো স্বল্পোন্নত দেশের জন্য এই প্রভাব একটি মূখ্য বিষয় ।
স্বাস্থ্য ও নিরাপত্তার সার্বিক বিষয়ের মধ্যে অন্যতম হল-
কর্মক্ষেত্রে ঝুঁকি
কর্মক্ষেত্রে জান, মাল ও সম্পদের ক্ষতির সমূহ সম্ভাবনাকে ঝুঁকি বা রিক্ষ (Risk) বলে। আর ক্ষতি সাধনের জন্য সক্রিয় উপাদানগুলিকে বলে হ্যাজার্ড (Hazard)।
কর্মক্ষেত্রে ঝুঁকির উপাদান বা হ্যাজার্ড
হ্যাজার্ড নিয়ন্ত্রণের ধাপ
প্রাথমিক চিকিৎনা-
একজন আহত ব্যক্তিকে সর্বপ্রথম যে সহযোগিতা বা সেবা প্রদান করা হয়, তাকে প্রাথমিক চিকিৎসা বলে । অন্যভাবে আমরা বলতে পারি কোন দৈব দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা আপদকালীন সময়ে কোনো আহত ব্যক্তিকে ডাক্তারের কাছে অথবা হাসপাতালে বা অন্য কোন চিকিৎসা কেন্দ্রে প্রেরণের পূর্বে তার অবস্থার যাতে অবনতি না ঘটে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করাকে প্রাথমিক চিকিৎসা বলে।
প্রাথমিক চিকিৎসার লক্ষ্য/ উদ্দেশ্য
প্রাথমিক চিকিৎসায় করণীয়
প্রাথমিক চিকিৎসার বর্জনীয়
প্রাথমিক চিকিৎসার কার্যস্তর
লক্ষণ নির্ণয়: প্রাথমিক চিকিৎসককে সর্বপ্রথম রোগীর বিভিন্ন লক্ষণ দেখে রোগ বা করণীয় নির্ণয় করতে হবে ।
চিকিৎসা: রোগীর দুর্ঘটনার কারণ বা রোগ নির্ণয় করে যত দ্রুত সম্ভব তার প্রতিকারের ব্যবস্থা করতে হবে। নির্ধারিত পদ্ধতি অনুযায়ী রোগীর চিকিৎসা করতে হবে।
স্থানান্তর: পরিস্থিতি অনুযায়ী রোগীকে ডাক্তারের কাছে বা হাসপাতালে বা তাঁর বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে ।
স্বাস্থ্য ও নিরাপত্তার মৌলিক নীতি
ব্যক্তিগত নিরাপত্তা বিধি
নিরাপত্তা ব্যবস্থাপনা
কারখানায় কাজ করার সময় যে সকল ডিভাইস ব্যবহার করলে নিজেকে মারাত্মক কোন দূর্ঘটনা থেকে রক্ষা করা যায় সেগুলিকে পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (PPE) বা ব্যক্তিগত নিরাপত্তার সরঞ্জাম বলে।
ব্যক্তিগত নিরাপত্তাজনিত সরঞ্জামে যা থাকে
কার এয়ার কন্ডিশনারের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সার্কিট এবং তাদের কম্পোনেন্ট সমূহ টেষ্ট, মেরামত ও রক্ষণাবেক্ষণ করার জন্য ব্যবহৃত বিশেষ টুলস ও ইকুইপমেন্টস সম্পর্কে জেনে নেই।
এ্যাভোমিটার (AVO Meter) ইলেকট্রনিক্স কম্পোনেন্ট টেস্ট এবং লোডের কারেন্ট, ভোজে রেজিস্ট্যান্স মাপার জন্য এ্যাডোমিটার ব্যবহার করা হয়। কারেন্ট, ভোল্টেজ ও রেজিস্ট্যান্স এর এককেরি প্রথম বর্ণগুলো নিয়ে এ যন্ত্রের নাম হয়েছে AVO মিটার। অর্থাৎ, A. Ampere, V- Volt, O- Ohm চিত্র । | |
ম্যাগনিফাইং গ্লাস (Magnifying Glass) পিসিবি সার্কিট বোর্ডের ক্ষুদ্র ক্ষুদ্র কম্পোনেন্ট শনাক্ত, পর্যবেক্ষণ ও মেরামত কাজ করতে ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করা হয়। | |
ইলেকট্রি শিয়ান নাইফ (Electrician Knife) ক্যাবলের ইন্সুলেশন কাটা এবং ইলেকট্রনিক্স কম্পোনেন্টের ঝালাই স্থান পরিষ্কার করার জন্য ইলেকট্রিশিয়ান নাইক ব্যবহার করা হয়। | |
কানেকটিং স্ক্রু ড্রাইভার (Connecting Screw Driver ) সার্কিটের সরু অংশ এবং কভার বক্সের গভীর অংশের ভ্রু খোলা এবং লাগানোর জন্য কানেকটিং ক্রু ড্রাইভার ব্যাবহার করা হয় । | |
সোল্ডারিং আয়রন (Soldering Iron ) পিসিবিতে ইলেকট্রক্সি পার্টস এবং বৈদ্যুতিক তার সোল্ডারিং জোড়া দিতে ভাগের উৎস হিসেবে ইলেকট্রিক সোল্ডারিং আয়রন ব্যবহার করা হয়। সোল্ডারিং আয়রনের ভেতর একটি হিটিং এলিমেন্ট থাকে। ইলেকট্রনিক্স কাজে সাধারণত ৩০ থেকে ৬০ ওয়াটের সোল্ডারিং আয়রন ব্যবহৃত হয়। | |
সোল্ডারিং আয়রন স্ট্যান্ড ( Soldering Iron Stand ) পরম ইলেকট্রিক সোল্ডারিং আয়রন রাখার জন্য এই স্ট্যান্ড ব্যবহার করা হয়। | |
সাকার (Sucker) পিসিবি বোর্ডের ঝালাইকৃত অংশে লেগে থাকা লীড সোল্ডারিং আয়রন দিয়ে গলানোর পর সাকার বা ডিসোন্ডারিং পাম্প তা অপসারণ করে। এর ভেতর একটি স্প্রিং নিয়ন্ত্রিত পিস্টনের ভ্যাকুয়াম চাপে গলিত লীড বের করে আনে। | |
পিসিবি ড্রিল মেশিন (PCB Drill Machine) ইলেকট্রনিক্স সার্কিটের কম্পোনেন্ট বসাতে পিসিবি বোর্ডে ছিদ্র করার জন্য পিসিৰি ড্রিল মেশিন ব্যবহার করা হয়। এটি সাধারণত এডাপ্টারের মাধ্যমে ভিসিতে চালানো হয়। | |
টুইজার (Tweezers) ইলেকট্রনিক্স পিসিবি সার্কিট বোর্ডের ক্ষুদ্র ক্ষুদ্র কম্পোনেন্ট ধরে বের করে আনা এবং যথাস্থানে বসানোর জন্য টুইজার ব্যবহার করা হয় । | |
জুয়েলারি ফু ড্রাইভার সেট (Jewelry Screwdriver Set) ইলেকট্রনিক্স সুক্ষ কম্পোনেন্টের ক্রু খোলা বা বন্ধ এবং এ্যাডজাস্ট করার জন্য জুয়েলারি স্ক্রু ড্রাইভার সেট ব্যবহার করা হয় । |
শ্রেণির তাত্ত্বিক কাজ ১
নিচের ছকের টুলস ইকুইপমেন্টের ছবিগুলির নাম ও ব্যবহার লিপিবদ্ধ করি।
আরও দেখুন...