কাটিং টুলস

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

কাটিং টুলস (Cutting Tools)

ডাইস্টক (Dle-Stock) 

পাইপে বা লোহার বাইরের দিকে প্যাঁচ কাটতে ব্যবহার করা হয়।

ক্রিমপিং টুলস (Crimping Tools) 

তারের মেইডে ক্লিপ লাগানোর কাজে ব্যবহার করা হয়ে থাকে।

এ্যালেন কী রেঞ্জ (Allen Key) 

এর সাহায্যে এ্যালেন কী ক্ষু খোলা ও লাগানো হয়। এটি বিভিন্ন সাইজের হয়ে থাকে। বিশেষ করে স্পিলিট টাইপ এসির সাকশন ও ডিসচার্জ সার্ভিস তাৰ খোলা ও আটকানোর কাজে ব্যবহার করা হয়

ইলেকট্রিশিয়ান নাইফ (Electrician Knife) 

তারের ইন্সুলেশন অপসারণ ও স্কেপিং করার জন্য ব্যবহার করা হয়ে থাকে।

স্নিপ (Snip) 

স্নিপ পাতলা শীট বা টিন কাটার জন্য ব্যবহার করা হয়ে থাকে।

কাঁচি (Sessor) 

কাপজ, লেদার, সুতা, কাপড়, অ্যাম্পিয়ার টিউব ইত্যাদি কাটার জন্য ব্যবহৃত হয়ে থাকে।

কাটিং নিপার (Cutting Nipper) 

সুক্ষ্ম তারের ইন্সুলেশন, তার কাটার জন্য কাটিং নিপার ব্যবহার করা হয়ে থাকে।

 

Content added By

আরও দেখুন...

Promotion

Promotion