জাতিসংঘের মহাসচিবগণ

সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী - জাতিসংঘের মহাসচিবগণ

 জাতিসংঘের প্রথম মহাসচিবের দায়িত্ব পালন করেন যুক্তরাজ্যের গোডউইন জেব তিনি ২৪ অক্টোবর, ১৯৪৫ সাল থেকে ২ ফেব্রুয়ারি, ১৯৪৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। উল্লেখ্য যে, এ্যাডউইন জেন ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব কিন্তু নির্বাচিত প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভেলী।

Content added By
  •  নিজ দেশ নরওয়ে।
  • প্রথম মহাসচিব ছিলেন। 
  • তিনি ইসরায়েলের নিকট গোপন সামরিক কূটনৈতিক নথি পাঠাতেন।
  • কোরিয়া যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক খারাপ থাকার কারণে তিনি পদত্যাগ করেন।
Content added By
  • নিজ দেশ- সুইডেন।
  • কূটনীতিবিদ, অর্থনীতিবিদ এবং লেখক ছিলেন।
  • কঙ্গোতে যাওয়ার সময় বর্তমান জাম্বিয়ায় পৌঁছলে বিমান দুর্ঘটনায় মারা যান
  • ১৯৬১ সালে তিনি শান্তির জন্য মরণোত্তর নোবেল পুরস্কার লাভ করেন।
Content added By
  • নিজ দেশ- মিয়ানমার।
  • বর্মী কূটনীতিক ও তৃতীয় মহাসচিব।
  • বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন মহাসচিব ছিলেন।
  • এশিয়া থেকে নির্বাচিত প্রথম মহাসচিব।
Content added By
  •  নিজ দেশ অস্ট্রিয়া।
  • চীনের ভেটো প্রদানের কারণে তিনি তৃতীয় মেয়াদে মহাসচিব নির্বাচিত হতে পারেননি।
  • একমাত্র মহাসচিব যিনি পরবর্তীতে নিজ দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন
  •  জাতিসংঘ মহাসচিব হিসেবে তিনিই প্রথম বাংলাদেশ সফর করেন।
Content added By
Please, contribute to add content into পেরেজ দ্যা কুয়েলার.
Content
Please, contribute to add content into বুত্রোস গালি.
Content
  • নিজ দেশ ঘানা।
  • তিনিই প্রথম জাতিসংঘের নিজস্ব কর্মকর্তাদের মধ্যে থেকে মহাসচিব হন।
  • ২০০১ সালে জাতিসংঘের সাথে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

 

Content added By
  • নিজ দেশ- দক্ষিণ কোরিয়া।
  • এশিয়া থেকে নির্বাচিত দ্বিতীয় মহাসচিব।
  • দুই কোরিয়ার রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে বদ্ধপরিকর ছিলেন ।
Content added By
  • নিজ দেশ- পর্তুগাল
  • জাতিসংঘের বর্তমান ও নবম মহাসচিব।
  • পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী (১১৪ তম)। ইউরোপ মহাদেশ থেকে নির্বাচিত ৪র্থ মহাসচিব।

 

Content added By
Promotion