টিউব বেন্ড

এসএসসি(ভোকেশনাল) - রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং-১ - প্রথম পত্র (নবম শ্রেণি) | NCTB BOOK

বিভিন্ন সাইজের কপার ও অ্যালুমিনিয়ামের টিউব বাঁকা করার পদ্ধতিকেই টিউব বেন্ড বলে। রেফ্রিজারেশন এবং এয়ারকন্ডিশনারের কাজের প্রয়োজনে বিভিন্ন সময়ে টিউব এবং পাইপ বাঁকা করার দরকার হয়। তাই টিউব এবং পাইপ বাঁকা করার কাজে বিভিন্ন ধরনের বেন্ডার ব্যবহার করা হয়। টিউব বেন্ডার প্রধানত দুই প্রকার-

১. স্প্রিং টাইপ 

২. মেকানিকাল টাইপ

 

১) স্প্রিং টাইপ টিউব বেন্ডার 

স্প্রিং টাইপ টিউব বেন্ডারকে খাবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এদের একটি ইন্টার্নাল স্প্রিং বেন্ডার এবং অপরটি এক্সটার্নাল স্প্রিং বেন্ডার । উভয় প্রকারই বিভিন্ন সাইজের হয়ে থাকে। ইন্টার্নাল স্প্রিং বেন্ডার টিউবের মাধার নিকটবর্তী স্থানে বেন্ড ৰা বাঁকা করা এবং সোজা করার জন্য তৈরি করা হয়েছে। এক্সটার্নাল স্প্রিং রেন্ডার টিউকের মাঝামাঝি স্থানে বেন্ড বা বাঁকা করার জন্য তৈরি করা হয়েছে।

২) মেকানিক্যাল টিউব বেন্ডার 

মেকানিক্যাল টিউব বেন্ডারকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এদের একটি লিডার টাইপ বেন্ডার এবং অপরটি গিরার টাইপ বা কম্বিনেশন পিতার টাইপ বেন্ডার । লিভার টাইপ বেন্ডার টিউবের ব্যাস অনুপাতে বিভিন্ন সাইজের হয়ে থাকে এবং কম্বিনেশন লিভার-টাইপ বেন্ডারের ফরমা এবং ব্লক পরিবর্তন করে বিভিন্ন ব্যাসের টিউবকে বেন্ড করা যায় । 

 

Content added By

আরও দেখুন...

Promotion

Promotion