দৃঢ় ফিলেট ওয়েল্ড এ বিভিন্ন অংশ উল্লেখ করতে পারবে

এসএসসি(ভোকেশনাল) - ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন-১ - দ্বিতীয় পত্র (দশম শ্রেণি) | NCTB BOOK

 ফিলেট ওয়েল্ড এর বিভিন্ন অংশের বর্ণনা।

  • রুট : উলম্ব এবং আনুভূমিক প্লেটদ্বয়ের মিলনস্থল এবং যেখান হতে ওয়েল্ডিং আরম্ভ হয়, সেটাই রুট।
  • টোঃ যে চূড়ান্ত বিন্দুতে ওয়েল্ডিং সম্পন্ন হয় সেটা টো ।
  •  লেগ লেংথঃ  ফিলেট ওয়েল্ড এর রুট হতে টো পর্যন্ত দূরত্বকেই লেগ লেংথ বলে।
  • ছোট থিকনেসঃ রুট হতে টো দ্বয়ের মধ্যবর্তী বিন্দু পর্যন্ত লম্ব দূরত্বকেই ছোট থিকনেস ।
Content added By

আরও দেখুন...

Promotion