বরিশাল জেলা

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী | - | NCTB BOOK
111
111
  • কীর্তন খোলা নদীর তীরে অবস্থিত। বরিসল্ট থেকে এর নামকরণ করা হয়।
  • প্রাচীন/পূর্ব নাম- চন্দ্রদ্বীপ, বাকলা, ইসমাইলপুর ।
  • বরিশালকে বাংলার শস্য ভাণ্ডার বলা হয়। বরিশালকে বাংলার ভেনিস বলা হয়।
  • বরিশালের আমতলায় স্থাপিত মুক্তিযুদ্ধ ভাষ্কর্যটির নাম- বিজয় বিহঙ্গ।
  • দর্শনীয় স্থান- শেরে বাংলা মেডিকেল কলেজ, দুর্গাসাগর দীঘি, বাকলার প্রাচীন রাজবাড়ি।
  • বিখ্যাত ব্যক্তিত্ব- এ. কে (আবুল কাশেম) ফজলুল হক, চারণ কবি মুকুন্দ দাস, কবি সুফিয়া কামাল, আলতাফ মাহমুদ (সুরকার), মনসামঙ্গলার কবি বিজয় গুপ্ত, কুসুম কুমারী দাস (জীবনানন্দ দাশের মা), রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ, বীরশেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, ভারতের বর্তমান অভিনেতা মিঠুন চক্রবর্তী ও আব্দুল জাব্বার খান
Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

Promotion