চতুর্পক্ষীয় নিরাপত্তা সংলাপ (Quadrilateral Security Dialogue) বা সংক্ষেপে কোয়াড হল একটি অনানুষ্ঠানিক কৌশলগত নিরাপত্তা ফোরাম। কোয়াডের সদস্য দেশ মোট চারটি, যথা- মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান। কোয়াডের প্রাথমিক উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম হল একটি উন্মুক্ত, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো- প্যাসিফিক অঞ্চলের জন্য কাজ করা এবং চীনের নয়া প্রভাবকে প্রতিহত করা ।
নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO- North Atlantic Treaty Organization) আটলান্টিক মহাসাগরের দুই পাড়ের সমাজতন্ত্র বিরোধী পশ্চিম ইউরোপ ও উত্তর আমেরিকার ১২টি দেশকে নিয়ে ১৯৪৯ সালের ৪ এপ্রিল প্রতিষ্ঠিত হয়। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস ভিত্তিক এ সামরিক জোটের বর্তমান সদস্য দেশ ৩২ টি। যার সর্বশেষ সদস্য সুইডেন(৭ মার্চ, ২০২৪ সালে)। সংস্থাটির বর্তমান মহাপরিচালক জেনস স্টলটেনবার্গ। উল্লেখ্য, ন্যাটোর বিপরীতে গঠিত সোভিয়েত ইউনিয়ন ভিত্তিক সংগঠন Warsaw Pat (বর্তমানে বিলুপ্ত)।
ন্যাটোর সদস্য সংখ্যা- ৩২ | |
---|---|
১২ টি দেশ ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য |
|
অন্যান্য |
|
জেনে নিই