রাশিয়া আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ। পূর্ব ইউরোপ ও উরে এশিয়াজুড়ে রাশিয়া বিস্তৃত এজন্য রাশিয়াকে ইউরেশিয়ান রাষ্ট্র বলা হয়। ১৯১৭ সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে রাজধানী। | পেত্রোগ্রাদে (বর্তমান সেন্ট পিটার্সবার্গ) একটি ফ্যাক্টরিতে ধর্মঘট | ডাকা হয়। ১৯১৭ সালের ২৩শে ফেব্রুয়ারি হাজার হাজার নারী | পোশাক-শিল্প কর্মী খাদ্যাভাবের জন্য তাদের ফ্যাক্টরি থেকে বের হয়ে আসে, বিশেষ করে যখন সৈন্যরা প্রকাশ্যে ধর্মঘট পালনকারীদের পক্ষ নেয়। এভাবে দ্বিতীয় নিকোলাসের পদচ্যুত করার মধ্য দিয়ে ২রা মার্চ ১৯১৭ সালে জার ও অভিজাততন্ত্রের পতন হয় এবং লেলিনের নেতৃত্বে বলশেভিক বিপ্লবের মাধ্যমে পৃথিবীর প্রথম সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় ১৯২২ সালে।
জেনে নিই
রেড ও হেয়াইট আর্মি
রুশ বিপ্লব ও রাশিয়ার গৃহযুদ্ধের সময়কালীন বলশেভিক বিপ্লবী রুশ বাহিনী রেড আর্মি অন্য পক্ষ প্রগতিশীল মেনশেভিকদের বাহিনী ছিল হোয়াইট আর্মি। সোভিয়েত সেনাবাহিনীর নাম পরবর্তীতে রেড আর্মি করা হয়। হয় বিশ্বযুদ্ধে সোভিয়েত সেনাবাহিনীর নাম রেড আর্মির পরিবর্তে 'সোভিয়েত আর্মি' রাখা হয়।
সোভিয়েত ইউনিয়ন
USSR Union of Soviet Socialist Republics- ১৯১৭ সালে অক্টোবর বিপ্লবের পর ১৯২২ সালে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫টি রাষ্ট্র হয় মিখাইল গর্বাচেভের সময়।
USSR ভেঙে যে ১৫টি রাষ্ট্র গঠিত হয়:
USSR Union of Soviet Socialist Republics- ১৯১৭ সালে অক্টোবর বিপ্লবের পর ১৯২২ সালে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫টি রাষ্ট্র হয় মিখাইল গর্বাচেভের সময়।
আরও দেখুন...