যেখানে অনেকগুলো ওভারলেপিং বন্ধু রয়েছে ঐ সকল স্থান সিলেকশন উইন্ডো একটি জটিল অংকন থেকে একটি নির্দিষ্ট অংশ নির্বাচন করতে ব্যবহার করা হয়। সিলেকশন উইন্ডো দুই প্রকার যথা : লেফট সিলেকশন/ক্রসিং উইন্ডো, রাইট সিলেকশন/ক্রসিং উইন্ডো।
কোনো অবজেক্টকে লেফট ফ্রসিং উইন্ডো দিয়ে আংশিক অংশ সিলেক্ট করলেও উক্ত অবজেক্টের সম্পূর্ন অংশ সিলেক্ট হয়। তাছাড়া যদি ওভারলেপিং কোনো অংশ থাকে তাও সিলেক্ট হয়ে যাবে।
রাইট ক্রসিং উইন্ডো
রাইট রাইট ক্রসিং উইন্ডো দিয়ে কোনো অবজেক্টে ওভারলেন্সিং কোনো বন্ধু থাকলে সহজে সিলেক্ট করা যায়। অর্থ্যাৎ একটি জটিল অংকন থেকে একটি নির্দিষ্ট অংশ নির্বাচন করতে পারা যায়।