স্কুল থেকে বাসায় এসে গরম বোধ হওয়াতে শুভ ফ্যানের সুইচ অন করল। কিন্তু ফ্যান চলছে না দেখে সে মায়ের কাছে ফ্যান না চলার কারণ জানতে চাইল। মা বললেন বিদ্যুৎ নেই, এ জন্য ফ্যান চলছে না। শুভ তখন মাকে বলল, বিদ্যুৎ তো দেখা যাচ্ছে না, তাহলে তুমি কেমন করে বুঝলে বিদ্যুৎ নেই? মা বললেন, ফ্যান ঘুরছে না, লাইট আলো দিচ্ছে না, এগুলো দেখেই বুঝলাম যে বিদ্যুৎ নেই।
কোন বিষয়ের ভিত্তিতে মা বিদ্যুৎ না থাকার বিষয়টি ধারণা করেছিলেন?
i. প্রকল্পের প্রয়োজনীয়তার ভিত্তিতে
ii. প্রকল্পের উপযোগিতার ভিত্তিতে
iii. প্রকল্পের প্রমাণ সাপেক্ষে
নিচের কোনটি সঠিক?