কৃষিজ উৎপাদন

All Written Question - (8)

পালংশাকের যে অংশ সবজি হিসেবে আমরা খাই তাহলো পাতা ও ডাঁটা । চারা গজানোর ৮-১০ দিন পর পাতা ও ডাঁটা বৃদ্ধি শুরু হয় । এ সময় ইউরিয়া সার উপরি প্রয়োগ করা হলে পাতা ও ডাঁটার বৃদ্ধি অনেক ভালো হয় । ফলে বাজারে বিক্রি করে ভালো দাম পাওয়া যায় । এজন্য পালংশাক চাষে ইউরিয়া সার উপরি প্রয়োগ করা হয় ।

8 months ago