নাফিসের বাবার ব্যবসায়টি হলো প্রত্যক্ষ সেবামূলক।
সাধারণত প্রত্যক্ষভাবে সেবা দেওয়ার উদ্দেশ্যে এ ব্যবসায় গঠিত হয়। এ ধরনের ব্যবসায়ে গ্রাহকদের সেবা দেওয়ার বিনিময়ে অর্থ উপার্জন করা হয়। চিকিৎসক, আইনজীবী ও প্রকৌশলীর কাজ প্রত্যক্ষ সেবামূলক ব্যবসায়ের অন্তর্ভুক্ত।
উদ্দীপকে বর্ণিত নাফিসের বাবা একজন পল্লি চিকিৎসক। তিনি রোগীর রোগ নির্ণয় করেন। এরপর রোগ অনুযায়ী রোগীদের ব্যবস্থাপত্র দেন। অর্থের বিনিময়ে তিনি এ কাজ করেন। এর মাধ্যমে একদিকে গ্রামের লোকজন সরাসরি চিকিৎসা সেবা পাচ্ছে। অন্যদিকে নাফিসের বাবা সেবা দেওয়ার মাধ্যমে অর্থ উপার্জন করছেন। তাই বলা যায়, নাফিসের বাবার কাজটি প্রত্যক্ষ সেবামূলক ব্যবসায়ের আওতাভুক্ত।
ব্যবসায়ের উৎপত্তির মূলে ছিল মানুষের অভাববোধ। অভাব পূরণের লক্ষ্যেই মানুষ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উপার্জন প্রচেষ্টায় জড়িত হয়। মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড ও লেনদেনকে ঘিরেই উদ্ভব হয় ব্যবসায়ের। এ অধ্যায় থেকে আমরা ব্যবসায়ের ধারণা, উৎপত্তি, বৈশিষ্ট্য, প্রকারভেদ ও ব্যবসায়িক পরিবেশসহ বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত জানতে পারব।
এ অধ্যায় শেষে আমরা :