Job

আপনি আপনার ব্যাংকের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন যাতে আপনাকে আপনার ব্যাংক হিসেবের একটি ডেবিট কার্ড প্রাপ্তি স্বীকার করতে বলা হয়েছে। কিন্তু খাম খুলে আপনি কোন কার্ড পাননি। এ ব্যাপারে ব্যাংক ব্যবস্থাপককে উল্লেখ প্রকাশ করে একটি চিঠি লিখুন।

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

০২-১০-২০২১
বরাবর 
ব্যবস্থাপক 
প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। 
সাভার ইপিজেড শাখা, ঢাকা 

বিষয়ঃ ডেবিট কার্ডের প্রাপ্তি চিঠিতে কার্ড না পাওয়া প্রসঙ্গে। 

জনাব, 
যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক আমি নিম্ন স্বাক্ষরকারী বিনয়ের সাথে জানাচ্ছি যে গত ২৫.০৯.২০২১ তারিখে আপনার ব্যাংকে আমার হিসাব নং ১১৫-২০২০-১৩১ অনুকূলে একটি ডেবিট কার্ডের জন্য আবেদন করি। এরপর ০১.১০.২০২১ সালে আমার আবেদনের প্রেক্ষিতে আমার বর্তমান ঠিকানায় প্রিমিয়ার ব্যাংকের ইপিজেড শাখা হতে একটি চিঠি আসে যাতে ডেবিট কার্ড প্রাপ্তির বিষয়টি রয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশতঃ চিঠি খুলে আমি কোনো ডেবিট কার্ড পাইনি। 

উপর্যুক্ত পরিস্থিতি বিবেচনায় মহোদয়ের নিকট আমার বিনীত আরজ এই যে, আপনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করে যথাসম্ভব দ্রুততম সময়ে আমার হিসাব নং এর অনুকূলে একটি ডেবিট কার্ড প্রদান করে আমাকে বাধিত করবেন। 

বিনীত নিবেদক 
প্রণয় তির্কী
হিসাব নং- ১১৫-২০২০-১৩১ 
মোবাইল নং ০১৭১৭১৭১৭৭১

1 year ago

বাংলা

Please, contribute to add content.
Content
Promotion