মনুষ্য স্বভাবতই স্বসুখনিরত। সে আপনার বিনা আর কিছু জানে না, আপনার বিনা আর কিছু বােঝে না, আপনার বই আর কিছুরই খবর লইতে অবসর পায় না। এইরূপ আত্মচিন্তা প্রাণীমাত্রেরই অপরিহার্য গতি। ইহা যেমন মনুষ্যে আছে, পশুপক্ষী কীটপতঙ্গাদিতেও তেমনই বিদ্যমান রহিয়াছে। কারণ, ক্ষুধা-তৃষ্ণা যাহার জীবনশক্তির প্রণােদনা এবং শীত ঝড় যাহার স্বাভাবিক শত্রু , সে ব্রহ্মাণ্ডের সকলকে ছাড়িয়া আগে আপনার ভাবনা না ভাবিয়াই পারে না; আপনার ভাবনা ভুলিয়া গেলে , তাহার জীবনশক্তিই নিরবলম্ব হইয়া প্ৰিয়মান হয়। কিন্তু প্রকৃত মহত্ত্ব সেই আপনার ভাবনার সঙ্গে সঙ্গে অপরের ভাবনাকেও আপনার করিয়া লয় এবং সময়ে সময়ে, যেন আপনারই ভাবনার সঙ্গে সঙ্গে অপরের ভাবনাকেও আপনার করিয়া লয় এবং সময়ে সময়ে , যেন আপনারই উচ্ছ্বাসে আপনি উচ্ছাসিত হইয়া; যেন আপনারই প্রভাবের স্রোতবেগে আপনি প্রবাহিত হইয়া, পরার্থ আপনাকে অল্প ৰা অধিক পরিমাণে এবং কুত্রচিৎ কখনও সর্বতােভাবে বিসর্জন দেয়। (সারমর্ম লিখুন)

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago
No answer found.
Earn by contributing to add answer.
Answer

বাংলা

Please, contribute to add content.
Content
Promotion