রহিমা তার বাড়ির সামনে রাস্তার ধারে লাউ গাছ লাগান। প্রতিবছর গাছে অনেক লাউ ধরলেও তিনি দু-একটির বেশি খেতে পারেন না। কারণ চোর এসে চুরি করে নিয়ে যায়। আর তার স্বামী রফিক সাহেব ওষুধের দোকান করেন। তিনি অশিক্ষিত ও শিক্ষিত সকল মানুষের কাছে একই দামে ওষুধ বিক্রয় করেন। কাউকে ঠকান না।
রহিমার কর্মকাণ্ডে হাদিসের কোন শিক্ষায় বহিঃপ্রকাশ ঘটেছে?