ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়াটাকে জনাব সাহেদ অযথা সময় নষ্ট বলে মনে করেন অপরপক্ষে জনাব জাকির এটাকে নাগরিক কর্তব্য বলে মনে করেন। গত নির্বাচনের সময় এক নেতার বক্তব্য শুনে জনাব সাহেদের ভুল ভাঙ্গে এবং তিনি ভোট দিতে যান।
উদ্দীপকে জনাব সাহেদ ও জনাব জাকিরের আচরণে কোনটির পার্থক্য ফুটে উঠে?