লেখাপড়া শেষ করে মিরাজ তার নিজের পুকুরে মাছ চাষ করার কথা ভাবে এবং এলাকার বেকার যুবকদের এ কাজে যুক্ত করার চিন্তা করে । পরিকল্পনা মোতাবেক সে পুকুরে মাছের পোনা ছাড়ে এবং তা বড় হলে স্থানীয় বাজারে বিক্রি করে। এখন সে সফল মাছ চাষি ।
উদ্দীপকে বর্ণিত মিরাজের কাজটি কোন শিল্পের সাথে সম্পৃক্ত?