আফজাল মিয়ার স্ত্রী হালিমা পরপর তিনটি কন্যা সন্তান জন্ম দেয়। পুত্র সন্তান লাভের আশায় খ্যাতিমান পির জুনাইদ আলী কুতুবশাহীর দূরবারে গমন করে। পির কুতুবশাহী এক বোতল 'পড়া পানি' দিয়ে বলেন যে, এই 'পড়া পানি' খেয়ে তার যদি পুত্র-সন্তান না হয় তবে বুঝতে হবে সে পাপী। হালিমা যথারীতি চতুর্থ কন্যার জন্ম দেয় এবং স্বামীর রোষানলে পড়ে।
উদ্দীপক ও 'লালসালু' উপন্যাসে প্রকাশিত ভাব-
i. অন্ধবিশ্বাস
ii. ধর্মীয় গোঁড়ামি
iii. পির প্রথা
নিচের কোনটি সঠিক?