A ও B একটি অংশীদারি ব্যবসায়ের অংশীদার। A বছরের মাঝামাঝি সময়ে ১,০০,০০০ টাকা ব্যবসায়ে ঋণ সরবরাহ করে। অন্যদিকে B প্রতি মাসের শেষে ৫০০ টাকা হারে উত্তোলন করে থাকে। চুক্তি অনুযায়ী মূলধন ও উত্তোলনের উপর ১০% হারে সুদ ধার্য করতে হবে।
উত্তোলনের উপর বৎসরান্তে সুদের পরিমাণ হবে-