ৰনি ফুটবল খেলতে গিয়ে তার ফিমারের আছি ভেঙে টুকরা হয়ে যায়। কিন্তু চামড়া ভেদ করে বাইরে বেরিয়ে আসে না।
এ ধরনের অস্থিতন চিকিৎসার ক্ষেত্রে প্রযোজ্য—
i. ভাঙা অছিটি উপরের দিকে রাখতে হবে
ii. অস্থি ভঙ্গের যাত্রা ও সঠিক স্থান চিহ্নিত করতে
iii. ভাঙা জায়গাটি বেঁধে দিতে হবে
কোনটি সঠিক?