জুঁই ঢাকার যাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পায়। ছবিটিতে আদিম মানুষের হাতে তীর-ধনুক রয়েছে। এছাড়া গুহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পায়।
উদ্দীপকে জুঁই এর দেখা ছবিতে কোন প্রত্মতাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ করা যায়?